ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগে রোজাদারের জন্য খেলায় বিরতি

ইংলিশ প্রিমিয়ার লিগ এবারই প্রথম এমন নজির স্থাপন করলো। ম্যাচ থামিয়ে মুসলিম ফুটবলারের ইফতার করতে দেওয়া হয়েছে বিরতি।


এমনটা হয়েছে লিস্টার ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার খেলায়। সোমবার আগে থেকেই এমনটি করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। যেন লিস্টারের মুসলিম ডিফেন্ডার ওয়েসলি ফোফানা ও ক্রিস্টাল মিডফিল্ডার চেইখো কুয়াতে রোজা রাখার পর ইফতার করতে পারেন যথা সময়। ম্যাচটি দিনের আলো থাকতে থাকতে মাঠে গড়ানোর ৩০ মিনিট পরই রোজাদারদের সুবিধায় বিরতি দেওয়া হয়েছিল কিছুক্ষণ।


রোজাদারকে এমন সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ফোফানা। টুইটারে লিখেছেন, ‘ম্যাচের মাঝে রোজা ভাঙার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রিমিয়ার লিগ সহ দলের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমার মনে হয় এটাই ফুটবলকে বিস্ময়কর করে তোলে।’


গত সপ্তাহেও ফোফানা রোজা রেখে মাঠে নেমেছিলেন। তখন অবশ্য রোজা ভাঙার সুযোগ করে দেওয়ার জন্য তার বদলি নামানো হয়েছিল মাঠে। সোমবার বিরল দৃষ্টান্ত স্থাপনের পর থেকেই কর্তৃপক্ষকে প্রশংসায় ভাসাচ্ছে মুসলিম বিশ্বের অনেকে।

ads

Our Facebook Page